Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের সম্পর্কে

উপজেলা ভূমি অফিস, আদর্শ সদর, কুমিল্লা বৃক্ষ শোভিত একটি অত্যন্ত মনোরম স্থানে অবস্থিত। কুমিল্লা শহরের ৯৫নং জেএল ভুক্ত মনোহরপুর মৌজার রাজবাড়ি এলাকার প্রায় ছয় একর ভূমিতে এ অফিসটির কম্পাউন্ডের মধ্যে উপজেলা ভূমি অফিস ছাড়াও উপজেলা সেটেলমেন্ট অফিস, পৌর এলাকা ভূমি অফিস, কল্যাণ সমিতি ও মসজিদ রয়েছে। অফিসের পূর্ব ও পশ্চিম দিকে বড় দুইট পুকুর রয়েছে। বর্তমানে একটি একতলা দালানের পাঁচটি কক্ষে অফিসের কার্যক্রম চলমান আছে। এই অফিসের ছাদে টিনসেটের একটি কক্ষে রেকর্ডরোম রয়েছে । তাছাড়া আরও দুইটি রেকর্ড রোম ও একটি পৌর ভূমি অফিস পরিত্যক্ত অবস্থায় রয়েছে। অফিসের পেছনে রেভিনিউ ডেপুটি কালেক্টর এর পরিত্যক্ত বাসভবন। এই অফিসে সেবা নিতে আসা জনসাধানণের বসার জন্য একটি গোলঘর রয়েছে। এই ভূমি অফিসের অধিনে মোট 163টি মৌজা রয়েছে। আমাদের উপজেলা ভূমি অফিসের অধিনে আরও ছয়টি ইউনিয়ন ভূমি অফিস রয়েছে, যে গুলো ইউনিয়ন পর্যায়ে জনগনকে ভূমি বিষয়ে সকল সেবা দিয়ে যাচ্ছে। ইউনিয়ন ভূমি অফিস গুলো হলো ১নং কালীর বাজার ইউনিয়ন ভূমি অফিস যার অধিনে মোট মৌজা রয়েছে ১৭টি, ২নং দূর্গাপুর উত্তর ইউনিয়ন ভূমি অফিস যার অধিনে মোট মৌজা রয়েছে ১২টি,৩নং দূর্গাপুর দক্ষিণ ইউনিয়ন ভূমি অফিস, যার অধিনে মোট মৌজা রয়েছে ২১টি, ৪নং আমড়াতলী ইউনিয়ন ভূমি অফিস, যার অধিনে মোট মৌজা রয়েছে ২৬টি, ৬নং জগন্নাতপুর ইউনিয়ন ভূমি অফিস, যার অধিনে মোট মৌজা রয়েছে ৩৫টি। তাছাড়াও আমাদের অফিস কম্পাউন্টে অত্র অফিসের আওতাধীন হিসেবে পৌর এলাকা ভূমি অফিস রয়েছে, যেটি সিটি কর্পোরেশনের মধ্যে ভূমি বিষয়ে সকল সেবা দিয়ে যাচ্ছে। যার অধিনে মোট মৌজা রয়েছে ১৮টি।